Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
scouting upazila
Details

একজন স্কাউট চিন্তা, কথা ও কাজে নির্মল)

টার্গেট- ডিসেম্বরের প্রথম সপ্তাহে উপজেলাকে শতভাগ স্কাউটিং উপজেলা ঘোষণা। 


সকল স্তরের স্কাউট লিডার এবং স্কাউট শিক্ষকগণের সাথে মতবিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়েছে। 

সভার সম্মিলিত সিদ্ধান্তঃ 

১। আগামী সপ্তাহের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা স্কাউট ফান্ডে নির্ধারিত অর্থ প্রদান নিশ্চিত করবে।

২। আগামী সপ্তাহ থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট ইউনিট চালু করতে হবে। 

৩। সপ্তাহের নির্দিষ্ট দিনে এবং সময়ে ট্রুপ মিটিং/ ক্রু মিটিং সম্পন্ন করে ছবি সহ প্রতিবেদন পেশ করবে। স্কাউটিং কার্যক্রম, গোয়ালন্দ, রাজবাড়ী এই প্রাইভেট গ্রুপে কার্যক্রমের সচিত্র প্রতিবেদন পেশ করবে। 

৪। পর্যায়ক্রমে সকল শিক্ষক স্কাউট ওরিয়েন্টেশন সম্পন্ন করবে।

৫। নভেম্বরের শেষ/ডিসেম্বরের প্রথম সপ্তাহে উপজেলা কাব ক্যাম্পুরি হবে।

৬। জানুয়ারি/২০২৩ উপজেলা স্কাউট সমাবেশ হবে।

৭। পূর্ব পাড়ায় মুক্ত স্কাউট দল গঠন এবং কার্যক্রম শীঘ্রই চালু হবে।

৮। বেসিক কোর্সের আয়োজন 

৯। উপজেলা কার্যকরী কমিটির নিয়মিত সভা এবং শতভাগ স্কাউটিং উপজেলা বাস্তবায়নে সবাই নিবিড়ভাবে কাজ করবে।

১০। ছাত্রছাত্রীদের মাঝে স্কাউটিং এর ব্যাপক প্রচার এবং প্রসারের মাধ্যমে মুক্তিযুদ্ধ, জাতির পিতার আদর্শ এবং দর্শন, জাতীয় চার নেতা, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, জাতীয় পতাকা, প্রতীক, মানচিত্র সহ গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে পরিচিত করা এবং  সুনাগরিক হিসেবে বেড়ে উঠার জন্য মানবীক গুণাবলি সম্বলিত  দেশপ্রেমে উদ্ধুদ্ধ একটি জীবনমুখী প্রজন্ম গঠনের জন্য উপজেলা স্কাউট আন্তরিকতার সাথে কাজ করবে।

Images
Attachments
Publish Date
17/08/2022
Archieve Date
31/08/2023